অস্ট্রেলিয়াকে হারিয়ে লিড বাড়ালো ভারত

ভারত ও অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। জয় দিয়ে সিরিজ শুরু করে স্বাগতিকরা। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো ভারত।

ভারত ও অস্ট্রেলিয়া

রোববার (২৬ নভেম্বর) থিরুভানানথাপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে জয়সাওয়াল, রুতুরাজ ও ইশান কিষানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। জয়সাওয়াল ২৫ বলে ৫৩, রুতুরাজ ৪৩ বলে ৫৮ ও ইশান ৩২ বলে ৫২ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস নেন ৩টি উইকেট।

২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করে অজিরা। উদ্বোধনী জুটিতে ৩৫ রান সংগ্রহ করেন দুই ওপেনার ম্যাথুউ শর্ট ও স্টিভেন স্মিথ। তবে এরপর আর ২৩ রান যোগ করতেই ৪ ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া।

এরপর মার্কাস স্টোনিয়াস ও টিম ডেভিড মিলে শুরু এই ধাক্কা সামাল দেন। তবে দলীয় ১৩৯ রানে ২২ বলে ৩৭ রান করে আউট হন ডেভিড।

এরপর আর ১৬ রান যোগ করতেই আরও ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায়। শেষ দিকে ম্যাথু ওয়েডের ২৩ বলে অপরাজিত ঝড়ো ৪২ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।

এভারটনের মাঠে ইউনাইটেডের সহজ জয়

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণুই নেন ৩টি করে উইকেট। ৪৪ রানের জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে যায় ভারত।