স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রথমটা তারা নিউ ইয়র্কে খেলেছে। ৮ জুন দ্বিতীয় ম্যাচে ডালাসে তারা বাংলাদেশের মুখোমুখি হবে। এরপর ফ্লোরিডা ও সেন্ট লুসিয়ায় রাখা হয়েছে তাদের ম্যাচ। অর্থাৎ চার ম্যাচ খেলার জন্য চারটি শহরে যাওয়া-আসার সঙ্গে থাকতেও হবে লঙ্কানদের।
সূচির প্রয়োজনে আইসিসির এই সিদ্ধান্ত তাদের মেনে নিতেই হচ্ছে। কিন্তু আইসিসি বা বিশ্বকাপের আয়োজকরা তাদের যাওয়া-আসা ও থাকার জন্য সুব্যবস্থা করেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধসে যাওয়ার পর এমনই অভিযোগ করেছে লঙ্কানরা।
ভারত তাদের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিই খেলবে নিউ ইয়র্কে। শুধু তাই নয় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে ভেন্যুর খুব কাছে। গাড়িতে মাত্র ১৪ মিনিটি অনুশীলনের জন্য স্টেডিয়ামে আসতে পারছে তারা। অথচ শ্রীলঙ্কার যেখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে সেখান থেকে মাঠে আসতে তাদের লেগেছে প্রায় দুই ঘণ্টা।
বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন লঙ্কান স্পিনার মহেশ থিকসানা, ‘আমি দলটির নাম বলছি না, তবে তারা যেখানে থাকছে মাঠও সেখানেই। মাত্র ১৪ মিনিটের দূরত্ব। আমাদের টিম হোটেল থেকে আসতে লেগেছে ১ ঘণ্টা ৪০ মিনিট। আজও (ম্যাচের দিন) আমাদের ভোর ৫টায় ঘুম থেকে উঠতে হয়েছে।’
শ্রীলঙ্কা এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছে। ওই ম্যাচের বিমান ধরে তাদের নিউ ইয়র্কে আসতে ৭ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাদের রাত ৮টায় যে বিমান ধরার কথা ছিল তা ভোর ৫টায় উঠতে পারেন তারা। যে কারণে ম্যাচের আগে গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং সেশন বাদ দিতে হয় শ্রীলঙ্কার। ওদিকে নিউ ইয়র্কের কন্ডিশনও অচেনা তাদের কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।