ভারত ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

দুঃসংবাদ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ভারত ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান খুইয়েছে সাকিব আল হাসানের দল। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে র‍্যাংকিংয়ে সাত থেকে আটে নেমে গেছে টাইগাররা।

দুঃসংবাদ বাংলাদেশের

আইসিসি র‍্যাংকিংয়ের সাত নম্বর পজিশন নিয়ে তীব্র লড়াই চলছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের। এশিয়া কাপে বাজে পারফর্ম করায় র‍্যাংকিংয়ে একধাপ পিছিয়ে আটে নেমেছিল বাংলাদেশ। সেই আসরের ফাইনাল খেলা শ্রীলঙ্কা উঠে এসেছিল সাতে। এরপর পুনরায় নিজেদের পজিশন পুনরুদ্ধার করে বাংলাদেশ। শেষমেশ খোয়াতে হলো সেই শ্রীলঙ্কার কাছেই।

চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে কেবল এক জয় পেয়েছে সাকিব-মুশফিকরা। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৯১। বাংলাদেশকে আটে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। ৪০ ম্যাচে তাদের রেটিং পয়েন্টও ৯১।

এদিকে, ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আছে দুইয়ে-রেটিং পয়েন্ট ১১৫। এশিয়া কাপের শুরুতে র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান।

বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে। দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা ১১০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০৯ পয়েন্ট নিয়ে চারে আছে। আর ১০৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে নিউজিল্যান্ড।

এদিকে, বিশ্বকাপে বাংলাদেশের এখনও ৬ ম্যাচ বাকি। তবে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৩ ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছে সাকিব আল হাসানের দল। চরম ব্যাটিং বিপর্যয় তাদের এমন হারের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে। যদিও সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলাররাও সেভাবে ভূমিকা রাখতে পারেননি।

দেশে টানা ষষ্ঠবারের মত ধান উৎপাদনে রেকর্ড

ঘুরে দাঁড়ানোর ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে হবে ম্যাচটি। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার শিবিরে কিছুটা অনিশ্চয়তা আছে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে। কিউইদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন সাকিব। পরে জানা যায়, পেশিতে চিড় ধরা পড়েছে। এখন পর্যবেক্ষণে আছেন তিনি।