ভারত নিয়ে যে তথ্য প্রকাশ করলেন রিজভী

জুমবাংলা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশকে নিয়ে আজগুবি অপপ্রচার করছে। ভারতের বাংলাদেশ বিরোধী এই অপপ্রচারেই সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট হচ্ছে। কিন্তু ভারতেই সংখালঘুরা নির্যাতনের শিকার হয় সবচেয়ে বেশি। মুসলিম ও খ্রিস্টানরা রক্তাক্ত হচ্ছে ভারতে।

Rizvi

মঙ্গলবার দুপুরে রাজশাহী ভূবন মোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মহানগর ও জেলা বিএনপির আয়োজনে ওই অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ভারতের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। আমরা বলেছি ভারত চট্টগ্রাম দাবি করলে আমরা বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেটি মোকাবেলা করবে।

পরে রুহুল কবির রিজভী ভারতীয় একটি বিছানোর চাদর ছুড়ে ফেলে দেন। এ সময় তাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

এরপর দু:স্থদের মাঝে দেশীয় শাড়ি, লঙ্গি, চাদর, পাঞ্জাবী, সাবান ও পেস্ট বিতরণ করেন তিনি।

এই ধরণের নারীর প্রতি ছেলেদের আগ্রহ কখনোই কমে না

মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগন বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।