স্পোর্টস ডেস্ক : আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভা। তবে সভার ভেন্যু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে এসিসিকে অনুরোধ জানিয়েছে, এই সভাটি যেন ঢাকার পরিবর্তে একটি ‘নিরপেক্ষ জায়গায়’ আয়োজন করা হয়।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উদ্বেগ’ এর কারণ দেখিয়ে বিসিসিআই ঢাকার সভায় প্রতিনিধি পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে। বোর্ডের একটি সূত্রের বরাতে বলা হয়েছে, এ বিষয়ে বিসিসিআই এসিসিকে চিঠি দিয়ে উদ্বেগের কথা জানিয়েছে এবং বিকল্প ভেন্যু নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
সংবাদমাধ্যমগুলোর দাবি, যদি ঢাকায় সভার আয়োজন অপরিবর্তিত থাকে, তাহলে ভারত সভায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিতে পারে।
এর আগেও বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে ভারত। আগস্টে বাংলাদেশের মাটিতে সিরিজ খেলার কথা থাকলেও, একই ধরনের উদ্বেগ জানিয়ে সেটি এক বছরের জন্য পিছিয়ে দিয়েছে বিসিসিআই।
এদিকে, চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই টুর্নামেন্ট নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসিসির আসন্ন সভায় এশিয়া কাপ আয়োজনের বিষয়টিও আলোচনায় আসবে বলে জানা গেছে। তবে তার আগেই বিসিসিআইয়ের এমন অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হতে পারে। তারা আরও জানিয়েছে, এসিসি ৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৭ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, সুপার ফোর পর্বেও এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরেকটি লড়াই দেখা যেতে পারে।
যদিও রাজনৈতিক বৈরিতা রয়েছে, তবুও আইসিসি ও এসিসি আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ চলমান থাকবে। এখন পর্যন্ত কোনও ক্রিকেট বোর্ডই এই ম্যাচ বাতিলের ঘোষণা দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।