স্পোর্টস ডেস্ক : সংখ্যাতত্ত্ব ব্যবহার করে ভবিষ্যদ্বাণী করেন গ্রিনস্টোন লোবো। ২০১১, ২০১৫, ২০১৯ বিশ্বকাপের বিজয়ী কে হবে- সেটা আগেভাগেই জানাতে পেরেছিলেন সংখ্যাতত্ত্ব ব্যবহার করে। এবারও তিনি ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন। তাঁর কথা অনুযায়ী এবার বিশ্বকাপ জেতার সম্ভাবনা শুধু দুটি দেশের- ভারত ও বাংলাদেশ!
টাইমস অব ইন্ডিয়ার এক ভিডিওতে এই ভবিষ্যদ্বক্তা দাবি করেছেন, গত কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টে ১৯৮৬ সালে যাদের জন্ম তারা সাফল্য পেয়েছেন। এবং এরপর ওই টুর্নামেন্টে ১৯৮৭ সালে জন্ম নেওয়া খেলোয়াড়রা সাফল্য পেয়েছেন।
গ্রিনস্টোন লোবো বলেছেন ১৯৮৭ সালে জন্ম নেওয়া নোভাক জোকোভিচ কদিন আগেই ছাড়িয়ে গেছেন রাফায়েল নাদালকে, যাঁর জন্ম ১৯৮৬ সালে। ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ফ্রান্স অধিনায়ক উগো লহিসের জন্ম ১৯৮৬ সালে। ওদিকে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন ১৯৮৭ সালে জন্ম নেওয়া লিওনেল মেসি।
ক্রিকেটেও ২০১৯ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক এউইন মরগানের জন্ম ১৯৮৬ সালে। তাই লোবোর দাবি, এবার বিশ্বকাপ জিততে চলেছে এমন দল, যার অধিনায়কের জন্ম ১৯৮৭ সালে। আর এমন অধিনায়ক শুধু দুজন, ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান।
১৯৮৭ সালের ২৪ মার্চ জন্ম সাকিবের, ওদিকে রোহিতের জন্ম সে বছরই ৩০ এপ্রিল। তবে লোবোর ধারণা, শেষ পর্যন্ত রোহিতের হাতেই উঠবে বিশ্বকাপ, ‘সাকিব আল হাসান ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বাংলাদেশে অত ভালো দল না। অন্য যে অধিনায়ক ১৯৮৭ সালে জন্ম নিয়েছেন, তিনি আমাদের রোহিত শর্মা। উনিই বিশ্বকাপ জিততে চলেছেন।’
২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের বেলাতে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন গ্রিনস্টোন লোবো। ২০০৮, ২০১২ ও ২০১৬ ইউরো এবং ২০১০ ও ২০১৮ বিশ্বকাপের ক্ষেত্রে আগেই বিজয়ীর নাম বলতে পেরেছিলেন।
তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভার বিজয়ী হবে-এই ভবিষ্যদ্বাণীটা সঠিক হয়নি। পাকিস্তান সেমিফাইনালে উঠবে না, এই কথাও ভুল প্রমাণিত হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।