ভারত-পাকিস্তান ম্যাচে হবে জমকালো অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা। বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে ওঠে প্রতিযোগিতা। ওয়ানডে বিশ্বকাপের শুরুতে অবশ্য ছিল না সেই আমেজ। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়িয়েছে ভারত বিশ্বকাপের লড়াই। যা অবশ্য হতাশ করেছে দর্শকদের। এবার খবর এসেছে, ভারত-পাকিস্তান ম্যাচের আগে নাকি জমকালো অনুষ্ঠানের আয়োজন করবে বিসিসিআই।

১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহারণে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ম্যাচ শুরুর আগে আধাঘণ্টার জমকালো একটি অনুষ্ঠান হতে পারে। ইতোমধ্যে ম্যাচটির নিরাপত্তায় ১১ হাজার ভারতীয় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

গুজরাট ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, ভারত-পাক ম্যাচে উপস্থিত থাকবেন গোল্ডেন টিকিট প্রাপ্ত অতিথিরা। বিশ্বকাপ শুরুর আগে গোল্ডেন টিকিট তুলে দেয়া হয়েছে শচীন টেন্ডুলকার, দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের হাতে। সেই সঙ্গে বেশ কয়েকজন তারকাও থাকবেন সেখানে।

বলিউড তারকাদের নিয়ে অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ১২টা ৪০ মিনিটে। শেষ হবে ১টা ১০ মিনিটে। এরপরই দুই দেশের ক্রিকেটাররা মাঠে নামবেন। অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন তা অবশ্য জানা যায়নি।