নানা-নাতনির অপেক্ষা ঘুচাবে ভারত-পাকিস্তান ম্যাচ!

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ খেলতে এখন ভারতে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। এবারের বিশ্বকাপে দ্য গ্রিন ম্যানদের স্কোয়াডে আছেন হাসান আলি। ভারতের হরিয়ানায় পাক এই পেসারের শ্বশুর বাড়ি। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে সচারচার জামাইয়ের সঙ্গে সাক্ষাতের সুযোগ মেলে না শ্বশুর-শাশুড়ির। এবার বিশ্বকাপ উপলক্ষে বাবর আজমের দল ভারতে অবস্থান করায় মেয়ে-জামাইয়ের পাশাপাশি একমাত্র নাতনিকেও দেখার সুযোগ পাচ্ছেন তারা। এ জন্য মুখিয়েও আছেন তারা।

২০১৯ সালে ভারতের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা লিয়াকত খানের মেয়ে সামিয়ার সঙ্গে হাসান আলির বিয়ে হয়। এরপর থেকে ভারতেই থাকেন সামিয়া। যে কারণে বাবা-মার সঙ্গেও খুব বেশি দেখা হয় না হাসানের স্ত্রীর। তাই দীর্ঘদিন পর মেয়ে, জামাই, নাতনিকে দেখতে মুখিয়ে আছেন লিয়াকত।

নাতনির বয়স দুই বছর হলেও এখনও তাকে দেখা হয়নি লিয়াকতের। আর ভারত-পাকিস্তান ম্যাচেই ঘুচবে সেই অপেক্ষা। এই ম্যাচ উপলক্ষে প্রথমবার নাতনিকে কোলে নেবেন লিয়াকত।

হাসানের শ্বশুরের ভাষ্য, ২০২১ সালে সামিয়ার মেয়ে হওয়ার সময় আমার স্ত্রী তাদের কাছে গিয়েছিল। সেবার আমি যেতে পারিনি। মেয়ে-জামাইকে দেখি না ৪ বছর হলো। আর নাতনিকে প্রথমবারের মতো দেখবো। আশা করছি, তাদের সঙ্গে দেখা করতে কোনো সমস্যা হবে না।

এদিকে জামাই পাকিস্তানি হলেও এই ম্যাচে ভারতকেই সমর্থন করবেন লিয়াকত। তার দাবি, আমি সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, আজহার উদ্দিনদের খেলা দেখেছি। আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। আশা করছি, এবারের বিশ্বকাপ আমরাই (ভারত) জিতব।