আন্তর্জাতিক ডেস্ক : ভারত রাজি থাকলে কাশ্মীর সমস্যা এবং পানি নিরাপত্তাসহ দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে আলোচনা করতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল সোমবার ইরান সফরে গিয়ে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এখন ইরান সফরে রয়েছেন। গতকাল সোমবার তেহরানে পৌঁছার পর সাদাবাদ প্রাসাদে শাহবাজকে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে ইরানের পক্ষ থেকে শাহবাজ শরিফকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দুই নেতা বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, ‘দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে খুবই ফলপ্রসূ এবং কার্যকর বৈঠক হয়েছে, যা আমাদের পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার সকল ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে।’
শাহবাজ বলেন, ‘আমাদের দুই ভ্রাতৃপ্রতিম এবং প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে, এই বিষয়ে সম্পূর্ণ ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।’
ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে শাহবাজ বলেন, ‘পাকিস্তান এই সংঘাত থেকে বিজয়ী হয়ে বেরিয়ে এসেছে। আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী পদক্ষেপের মাধ্যমে।’
শাহবাজ আরও বলেন, ‘আমরা শান্তি চেয়েছিলাম, আমরা শান্তি চাই এবং আমরা আলোচনার মাধ্যমে এই অঞ্চলে শান্তির জন্য কাজ করব। কাশ্মীর সমস্যাসহ আমাদের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনা চালিয়ে যাব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাব অনুসারে এমনকি ১৯৫৪ সালে ভারতীয় লোকসভার প্রস্তাব অনুসারে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে শান্তির স্বার্থে পানি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। আমরা বাণিজ্য বৃদ্ধির জন্য এবং সন্ত্রাসবাদ দমনের জন্য আলোচনা করতেও প্রস্তুত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।