আন্তর্জাতিক ডেস্ক : চরম রাজনৈতিক অস্থিরতা ও সীমান্ত উত্তেজনার মধ্যেও এক আশার আলো দেখেছে পাকিস্তান। দেশটির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এক বিলিয়ন ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে। শুক্রবার (৯ মে) প্রকাশিত জিও নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী বোর্ড সভায় পাকিস্তানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এই অর্থ Extended Fund Facility (EFF) কর্মসূচির আওতায় দ্রুত ছাড় করা হবে।
সভায় পাকিস্তানের সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণের পাশাপাশি Resilience and Sustainability Facility (RSF) কাঠামোর অধীনে নতুন পরিকল্পনার প্রস্তাবও বিবেচনায় আনা হয়।
আইএমএফের সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে পাকিস্তানে মুদ্রাস্ফীতি দাঁড়াবে ২৩.৪ শতাংশ, যা ২০২৫ সালে কমে ৫.১ শতাংশে নামবে বলে আশা করা হচ্ছে। তবে ২০২৬ সালে মুদ্রাস্ফীতির হার আবার কিছুটা বাড়বে এবং ৭.৭ শতাংশে পৌঁছাবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও আইএমএফ আশাবাদ ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৬ শতাংশ, যা অর্থনীতির স্থিতিশীলতার স্পষ্ট ইঙ্গিত দেয়।
চলতি হিসাব ঘাটতির দিক থেকেও ইতিবাচক বার্তা দিয়েছে আইএমএফ। সংস্থার মতে, পাকিস্তানের চলতি হিসাব ঘাটতি থাকবে জিডিপির মাত্র ০.১ শতাংশে, অর্থাৎ প্রায় ৪০০ মিলিয়ন ডলার, যা পূর্বাভাস অনুযায়ী ১ শতাংশের তুলনায় অনেকটাই কম।
এ ছাড়া বেকারত্বের হার সম্পর্কেও আশাব্যঞ্জক পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আইএমএফ পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে পাকিস্তানে বেকারত্বের হার দাঁড়াবে ৮ শতাংশ এবং ২০২৬ সালে তা আরও কমে ৭.৫ শতাংশে নামবে। তুলনামূলকভাবে ২০২৪ সালে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এই ঋণ ছাড় এবং ভবিষ্যতের অর্থনৈতিক পূর্বাভাস একদিকে যেমন পাকিস্তানের জন্য আর্থিক স্বস্তি বয়ে আনছে, অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতার পথেও এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।