পাকিস্তানের জালে ভারতের ১০ গোল

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। হোক সেটি ক্রিকেট, ফুটবল কিংবা হকি। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশের খেলাগুলো পাখির চোখ করে রাখেন দর্শকরা।

চীনের হাংজু শহরে গড়িয়েছে ১৯তম এশিয়ান গেমস। যেখানে পুরুষদের হকিতে পাকিস্তানের জালে গোল উৎসবে মাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এ ম্যাচে পাকিস্তানকে ১০ গোরে হারিয়ে রীতিমতো রেকর্ড গড়েছে ভারত। হকিতে এই প্রথম পাকিস্তানকে দশ গোল দিল ভারত।

ম্যাচের ৮ মিনিটে মানদীপ সিংয়ের গোল থেকে শুরু। এরপর অবাক হয়ে একের পর এক গোলে লাফাতে থাকেন ভারতীয় সমর্থকরা। আর মহালজ্জায় মাথানত করেন পাক সমর্থকরা। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল ভারত। ৩৪ মিনিটের মধ্যে ভারত ৬-০ তে এগিয়ে যায়।

ম্যাচের ৫৩ মিনিটে ভারতের দশ নম্বর গোলটি করেন বরুণ কুমার। এর মাঝে চারটি গোল করেন হারমানপ্রীত সিং, একটি করে গোল করেন ললিত উপাধ্যায়। ভারতের কাছে আধ ডজন গোল হজমের পর পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে পাকিস্তান।

চার ম্যাচে চারটিতে জিতে চলতি এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সেমিফাইনালে উঠল ভারত।

সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামবে ভারতীয় পুরুষ হকি দল। তারপর বুধবার সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ চিন অথবা মালয়েশিয়া।