আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের চার দেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করেছে ভারত। দীর্ঘ ১৫ বছর আলোচনার পর এই চুক্তি করল দেশটি। ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সঙ্গে চুক্তির ফলে ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগ হবে বলে জানিয়েছে ভারতীয় বাণিজ্যমন্ত্রী। গত রোববার (১০ মার্চ) এই চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। ১৫ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইউরোপিয়ান টাইমস।
নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও লিচেনস্টাইন নিয়ে ইএফটিএ গঠিত। এমন এক সময় এই ঘোষণা এলো, যখন একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারত এবং যুক্তরাজ্য গত দুই বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই ইএফটিএর সঙ্গে এই চুক্তি সম্পন্ন করল নয়াদিল্লি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেছেন, এই ঐতিহাসিক চুক্তি অর্থনৈতিক উন্নতি ও তরুণদের জন্য সুযোগ বৃদ্ধি করতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। আগামী দিনগুলো আরও সমৃদ্ধি ও সব পক্ষের প্রবৃদ্ধিসহ ইএফটিএ দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী করবে।
চুক্তির আওতায় চারটি দেশের পণ্যের ওপর বেশির ভাগ আমদানি শুল্ক প্রত্যাহার করবে। বিনিময়ে আগামী ১৫ বছর ভারতে বিনিয়োগ করবে দেশগুলো। ওষুধ, যন্ত্রপাতি ও উৎপাদনসহ বিভিন্ন খাতে এই বিনিয়োগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। চুক্তিটি কার্যকরের আগে ভারত ও চারটি ইউরোপীয় দেশকে তা অনুস্বাক্ষর করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।