আন্তর্জাতিক ডেস্ক : ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত যাত্রা শুরু করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর সর্বশেষ সংস্করণ এই রণতরী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শুক্রবার সকালে আইএনএস বিক্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৮৫০ ফুট লম্বা এবং প্রায় ১৯৭ ফুট উঁচু এই নৌযানটিই ভারতের নিজস্ব নকশা ও দেশীয় তৈরি প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। এই রণতরীতে ৩০টি ফাইটার প্লেন এবং হেলিকপ্টার রাখার সক্ষমতা রয়েছে।
এই রণতরীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘একটি ভাসমান শহর এবং ‘দেশীয় সম্ভাবনার প্রতীক’ বলে অভিহিত করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, আইএনএস বিক্রান্তের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে বিশাল বিমানবাহী রণতরী নির্মাণ করে এমন দেশের তালিকায় যোগ দিয়েছে ভারত। এই রণতরী দেশকে একটি নতুন আত্মবিশ্বাসে পরিপূর্ণ করেছে।
ভারতের অন্য বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য ৩০টিরও বেশি বিমান বহন করতে পারে। যুক্তরাজ্যের রয়্যাল নেভির এইচএমএস কুইন এলিজাবেথ প্রায় ৪০টি এবং মার্কিন নৌবাহিনীর নিমিটজ ক্লাস ক্যারিয়ার ৬০টিরও বেশি বিমান বহন করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।