জুমবাংলা ডেস্ক : বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণ বলা শুরু করেছে, শেখ হাসিনা হিন্দুস্তানে বসে ষড়যন্ত্র শুরু করেছেন। শেখ হাসিনা বাংলাদেশে নেই। তবে তার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে।
বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনাকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সামান্য একটি বিষয় নিয়ে চট্টগ্রামে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। কিছু মানুষ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’
ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কিসের ইঙ্গিত, কিসের আলামত? সেদিনতো দেখিনি, যেদিন আপনারা আমাদের মানুষকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলে দিচ্ছেন। তিস্তার পানি কোনোদিনও দেননি। আমাদের ন্যায্য হিস্যা কখনোই দেননি। বাংলাদেশে আমরা সাম্প্রদায়িকতা ও অস্থিরতা চাই না। কিন্তু উস্কানি দিচ্ছে আপনার দেশে বসে থাকা শেখ হাসিনা।’
ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে ফারুক বলেন, ‘আপনার ভয় নেই। এ দেশের ১৮ কোটি মানুষ আপনার সঙ্গে আছে। যারা আয়নাঘরে বন্দি ছিল, যেসব মায়ের বুক খালি হয়েছে তাদের কথা স্মরণ করে আপনি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে আনেন। তা না হলে এ দেশে শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ধারাকে ব্যহত করতে পারে বলে জনগণ মনে করছে।’
‘জারা জারা’র গানের তালে দুর্দান্ত বেলি ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী
এ সময় লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।