ভারতে গুগলকে হাজার কোটি রুপি জরিমানা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে গুগলকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এই জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশনাও দেয়া হয়েছে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে। ন্যায্য বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা (সিসিআই) দ্বারা আরোপিত এক হাজার ৩৩৭ কোটি রুপি জরিমানা গুগলকে দিতে হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

গুগল

বুধবার ২৯ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এদিন এনক্ল্যাটের চেয়ারপার্সন বিচারক অশোক ভূষণ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সদস্য অলোক শ্রীবাস্তব জানিয়েছেন, গুগলের কার্যকলাপের বিষয়ে সিজিআই’র তদন্তের ক্ষেত্রে কোথাও ন্যায়বিচারের নীতি লঙ্ঘিত হয়নি। ফলে ৩০ দিনের মধ্যে এক হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা দিতে হবে গুগলকে।

২০২২-এর অক্টোবরে অ্যন্ড্রয়েড মোবাইল ইকোসিস্টেমে একচেটিয়া প্রভাব খাটানোর অভিযোগে গুগলকে এক হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা করেছিল কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া।

এনক্ল্যাটের পক্ষ থেকে গুগল সংস্থাকে তাদের পরিচালন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে কিছু নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল নির্মাতাদের অনেকগুলো অ্যাপ প্রি-ইন্সটল করতে বাধ্য করা যাবে না। প্লে-স্টোরের লাইসেন্সিং করার ক্ষেত্রে গুগল সার্চ পরিষেবা, গুগল ক্রোম, ইউটিউব, গুগল ম্যাপ, জিমেইল বা অন্য কোনও অ্যাপ-এর প্রি-ইন্সটল করার বাধ্যতামূলক করা যাবে না। মোবাইলে গুগল সার্চ পরিষেবা প্রি-ইনস্টল করা নিশ্চিত করার জন্য মোবাইল নির্মাতাদের কোনও আর্থিক উৎসাহ দিতে পারবে না গুগল।

রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

এছাড়াও অ্যানড্রয়েড ভিত্তিক স্মার্ট ডিভাইস বিক্রির জন্যও নির্মাতাদের আর্থিক উৎসাহ দেওয়া যাবে না বা এই বষয়ে নির্মাতাদের বাধ্যও করা যাবে না। ব্যবহারকারীদের প্রি-ইনস্টল করা অ্যাপগুলো আনইনস্টল করার সুযোগ দিতে হবে। ডিভাইস সেটআপের সময় ব্যবহারকারীদের সমস্ত সার্চ এন্ট্রি পয়েন্টের জন্য তাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি সহজেই ডিফল্ট সেটিংস পরিবর্তন করার নমনীয়তাও দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।