ভারতে মোবাইল ফোন বিস্ফোরণে প্রাণ গেল বালিকার

মোবাইল ফোন বিস্ফোরিত

আন্তর্জাতিক ডেস্ক : কেরালার থিরুভিলভামালায় স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির এ ছাত্রীই মোবাইল ফোনটি ব্যবহার করত।

মোবাইল ফোন বিস্ফোরিত

ভারতের কেরালা রাজ্যে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে আট বছর বয়সী এক বালিকার মৃত্যু হয়েছে।

মোবাইল ফোন ব্যবহার করার সময় সেটি বিস্ফোরিত হয় বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মোবাইল ফোনটি নিহত আদিত্যশ্রীই ব্যবহার করতো। সে কেরালার থিরুভিলভামালায় বসবাস করত।

বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে (স্থানীয় সময়) অদিত্যশ্রী ফোনটি ব্যবহার করার সময় সেটি তার মুখের ওপর বিস্ফোরিত হয়।

কাটোরে কাটোরে গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো আম্রপালি ও নীরাহুয়া

আদিত্যশ্রী স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ এ ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।