জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের এমডব্লিউ কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনতা ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আজ (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল করেছে। ভারতের মহারাষ্ট্রে সম্প্রতি মহানবী (সাঃ) কে অবমাননার অভিযোগে উত্তাল পরিস্থিতির প্রেক্ষিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা মিছিল করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে। তারা দাবি করেন, যারা মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তাদের মতে, এ ধরনের শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী এবং জনতা বলেন, “মহানবী (সাঃ) কে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য ইসলাম ধর্মাবলম্বীদের হৃদয়ে আঘাত হানে। আমরা চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
উল্লেখ্য, ভারতের মহারাষ্ট্রে সম্প্রতি মহানবী (সাঃ) কে অবমাননার অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে মুম্বাইয়ের উদ্দেশ্যে লংমার্চের ডাক দিয়ে হাজার হাজার মুসলিম মুম্বাই ঘেরাও করেন। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশেও বিক্ষোভের আয়োজন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।