নিরাপত্তাশঙ্কার কারণ দেখিয়ে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) বোর্ড সভায় বসে আইসিসি। সেখানে ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিন সময় দিয়েছে আইসিসি।

নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল। এরপর আজ এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ক্রিকইনফো।
আইসিসির এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াসহ পূর্ণ সদস্য দেশগুলোর অন্যান্য প্রতিনিধিরা। এ সভায় আইসিসির প্রতিনিধিতত্ব করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।
সভায় আইসিসি স্পষ্টভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে, বিষয়টি এখন শুধু বোর্ডের সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই, এটি সরকারের পর্যায়েও জানাতে হবে। বাংলাদেশ যদি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের নির্ধারিত ম্যাচ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে।
এই সিদ্ধান্ত হয়েছে আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে। বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যই বাংলাদেশের বিকল্প দল রাখার পক্ষে ভোট দিয়েছেন।
তবে বাংলাদেশকে আরও একদিনের সময় দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে হবে। অর্থাৎ, বাংলাদেশের সিদ্ধান্তের ওপর এখন নির্ভর করেই বিশ্বকাপে তাদের ভবিষ্যৎ ঠিক করা হবে।
বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকে এবং ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি স্কটিশরা। ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়েছিল স্কটল্যান্ড। তবে আইসিসির কাঠামো অনুযায়ী, এমন পরিস্থিতিতে স্কটিশরাই সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
এর আগে ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে বিসিবির। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে ছিলেন অনড়। আইসিসির দাবি, সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর বিসিবির অবস্থান, তারা ভারতে দল পাঠাবে না। তবে এ বিষয়ে আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বোর্ড সভায়। বাংলাদেশকে সময় দেওয়া হয়েছে একদিনের, এখন দেখার অপেক্ষা বাংলাদেশ কি সিদ্ধান্ত নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


