ভারতে পালানোর সময় এবার যাকে আটক করা হলো

satkhira

জুমবাংলা ডেস্ক : ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) সালাম মুর্শেদীর ব্যক্তিগত সচিব (পিএস) ও খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি।

satkhira

সোমবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে চঞ্চল পাসপোর্ট ও ভিসা নিয়ে ভোমরা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অর্থ আত্মসাতের মামলার অনুসন্ধান চলমান রয়েছে। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সাবেক এমপি সালাম মুর্শেদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।

১টি বরইয়ের বিচির কারণে বন্ধ হচ্ছিলো না মেট্রোরেলের দরজা!

লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে মামলা রয়েছে।