বিনোদন ডেস্ক : ভারতে ঝাড়খণ্ডের রাঁচিতে গত ৯ই এপ্রিল অনুষ্ঠিত হয় টেডএক্স কানকের এক তারকা খচিত আয়োজন। সেখানে ১৫ জন বক্তার একজন এবং প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডাক পেয়েছিলেন বাংলাদেশের হারনেট টিভির (আইপি টিভি) সিইও আলিশা প্রধান। ইভেন্টের থিম ছিল, ‘দ্য বিলিয়ন ড্রিমস’, উক্ত আসরে সবাই এই বিষয়ে কথা বলেন।
জানা গেছে, টেড হলো একটি জনপ্রিয় অলাভজনক সংস্থা যা সমাজের বিভিন্ন মানুষের ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য নিবেদিত। এখানে বক্তারা তাদের বক্তব্যকে সাধারণত সংক্ষিপ্ত, শক্তিশালী আলোচনার আকারে তুলে ধরেন। তারা দূর-দূরান্ত থেকে সবচেয়ে সফল, অনুপ্রেরণাদায়ী এবং উদ্ভাবনী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় তাদের গল্প বিশ্বের সকলের সাথে ভাগাভাগি করার জন্য।
এদিন আলিশা প্রধান তার ২১ মিনিটের দীর্ঘ বক্তব্য শুরু করেছিলেন ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদে ঐতিহাসিক বাংলা ভাষণের একটি উদ্ধৃতি দিয়ে। এরপর আলিশা প্রধান নিজের জায়গা থেকে বাঙালি জাতির উন্নয়নে তার একান্ত প্রচেষ্টার কথা তুলে ধরেন।
তারপর প্রধান তার শৈশব থেকে এ পর্যায়ে আসার দুঃসাহসিক গল্প তুলে ধরেছেন। যা মোটেও সহজ ছিলো না, প্রতিনিয়ত তাকে নিচে নামানোর হুমকি ছিলো। সেসব বাধা অতিক্রম করে যেভাবে সামনে এগিয়ে গেছেন- তা নিয়েও কথা বলেছেন প্রধান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় প্রাণপ্রিয় বাংলাদেশের জন্য তার অকৃত্রিম টান এবং সেখান থেকে নতুন অভিজ্ঞতার সাথে নিজেকে চ্যালেঞ্জ করে যে দিগন্ত প্রসারিত করেছিলেন তা তুলে ধরেন। প্রধান একটি নেটওয়ার্কিং ব্যবসায় যোগদান করেছেন যা একটা সময় ব্যাপক সাফল্য এনেছে, সেইসাথে গড়েছেন দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব।
আলিশা প্রধান তার জীবনে অনেক ভালো-মন্দ, সাফল্য এবং ব্যর্থতার মধ্য দিয়ে গেছেন। একজন অভিনেত্রী এবং প্রযোজক হিসেবে শুরু করে বাংলাদেশের সবচেয়ে কমবয়সী শিল্প ব্যবসায়ী হিসেবে তার পথচলা এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা তাকে ২০১৮ সালে হারনেট টিভি প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে।
এই ধরনের প্রতিটি অভিজ্ঞতা এখন তাকে হারনেট টিভি চালাতে সাহায্য করছে যা অন্যথায় অসম্ভব ছিল। প্রধান সফলভাবে কয়েকটি টিভিসি ও ডকুমেন্টারি পরিচালনা, ২০টিরও বেশি অভূতপূর্ব ইভেন্ট, ৪০টি অরিজিনাল টিভি শো, কমিউনিটি ও সিএসআর অ্যাওয়ার্ড শো প্রচার করেছেন এবং সরকার, এনজিও এবং বিভিন্ন সংস্থার এক হাজার ইভেন্টের সাথে অংশীদারিত্ব করেছেন- যেখানে নারীদের প্রাধান্য দিয়ে তাদের গল্পই মূখ্যভাবে তুলে ধরা হয়েছে এবং মধ্যমণী করা হয়েছে।
সবশেষে আলিশা প্রধান হারনেট টিভির জন্য তার সাতটি লক্ষ্যের কথা বলেন এই অনুষ্ঠানে। যেখানে পুরনো সমস্যার সমাধান, ভালোভাবে গবেষণা, গঠনমূলক স্কিম ও উদ্যোগ নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় গড়ে তোলার কথা বলা হয়। তিনি বঙ্গবন্ধুর ভাষণের আরেকটি উদ্ধৃতি দিয়ে শেষ করার আগে- বড় আন্তর্জাতিক ইভেন্ট, হারনেট লর্ডেস অ্যাওয়ার্ডের কথাও উল্লেখ করেন। যা ২০২২ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তিনি তার যাত্রা এবং নিরন্তর বিকশিত স্বপ্ন দিয়ে জনতাকে মুগ্ধ করেছিলেন, তার বক্তৃতা প্রশংসিত হয় তারকা খচিত এই আয়োজনে।
আলিশা প্রধান তার সপ্তাহের বাকি অংশ ভারতে কাটিয়েছেন। এসময় প্রতিবেশী বিভিন্ন রাজ্যে ভ্রমণ করে সেখানের বিখ্যাত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের আমন্ত্রণ জানান আসন্ন লর্ডেস অ্যাওয়ার্ড শোতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।