জুমবাংলা ডেস্ক : ভারতে পালানোর সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজেশ্বর দাসকে আটক করেছে বিজিবি। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোমরা আইসিপি থেকে তাকে আটক করা হয়। পরে সাতক্ষীরা সদর থানায় তাকে হস্তান্তর করলে গ্রেপ্তার দেখানো হয়।
ba
গ্রেপ্তার হওয়া রাজেশ্বর দাশ সাতক্ষীরার আশাশুনি উপজেলার সারাপপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, পরিবারের সদস্য নিয়ে তিনি ভারতে যাচ্ছেন এমন খবরে তাকে ভোমরা থেকেআটক করা হয়।
তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগসহ ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল, আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে বিজিবি জানায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, আটক হওয়া ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।