ভারতের উত্তরাখণ্ড প্রদেশে ‘ভুয়া বাবা’ ধরার অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশন কালানেমি’ নামের এই অভিযান পুলিশ শুরু করে জুলাই মাসে। তারা মানুষকে ঠকানো ‘ভুয়া বাবা’দের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়।
প্রাদেশিক পুলিশের আইজিপি নিলেশ আনন্দ এক সংবাদ সম্মেলনে বলেন, অভিযানের অংশ হিসেবে তারা ৫ হাজার ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। ১১৮২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষ গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছে।
আইজিপি দাবি করেন, এই অভিযানে তারা বড় সাফল্য পেয়েছেন। অনেককে জিজ্ঞাসাবাদ করেছেন। আরে আগেও অভিযানের অংশ হিসেবে হরিদারে ২৭০৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। আর দেহরাদুনে ৯২২ জনকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।
তবে আটক বাংলাদেশিদের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।