মো: সোহাগ হাওলাদার, আশুলিয়া : সাভারের হেমায়েতপুরের একটি হাউজিং সোসাইটিতে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ জুবায়ের হোসেন জুয়েল (৩৬) নামের এক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে সাভারের হেমায়েতপুর সংলগ্ন সুগন্ধা হাউজিং সোসাইটির আতিকের বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃত জুবায়ের হোসেন জুয়েল (৩৬) বরগুনা জেলার আমতলি থানার আটারগাছিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভারের ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় বাসার ভিতরে সাজিয়ে রাখা ১ হাজার ৫ বোতল ফেনসিডিল জব্দ করে জুবায়েরকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো.জালাল উদ্দিন জুমবাংলাকে বলেন, আটক জোবায়ের হোসেন জুয়েল ফেনসিডিল কারবারির পাইকার হিসাবে কাজ করছিল। তিনি সরাসরি ভারত থেকে ফেনসিডিল নিয়ে এসে সাভার, গাজীপুরের টঙ্গীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।