আন্তর্জাতিক ডেস্ক : এবার রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনতে যাচ্ছে ভারত। এস-৫০০ ট্রায়াম্ফটর-এম নামে পরিচিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ট্রায়াম্ফের আধুনিকতম সংস্করণ।
‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের ১৫টি শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান। ফলে ভারতকে রীতিমতো বিপর্যস্ত হতে হয়।
ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এস-৪০০ ট্রায়াম্ফের নির্মাণ শুরু হয়েছে। হয়েছে প্রযুক্তি হস্তান্তরপর্ব। এস-৫০০ ট্রায়াম্ফটর-এম-এর ক্ষেত্রেও দ্বিপাক্ষিক আলোচনায় একই নীতি অনুসরণ করতে একমত হয়েছে দু’পক্ষ।
ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য এস-৫০০ আদতে ইন্টার-কন্টিনেন্টাল অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা সর্বোচ্চ ৬০০ কিলোমিটার। ওই সীমার মধ্যে শত্রুপক্ষের ড্রোন, বিমান বা ক্ষেপণাস্ত্র এলেই তা নিমেষে ধ্বংস করে দিতে পারে এস-৫০০।
বর্তমানে ভারতীয় সেনার ব্যবহৃত এস-৪০০-র পাল্লা সর্বোচ্চ ৪০০ কিলোমিটার। ২০২১ সালে রুশ সেনার অন্তর্ভুক্ত হয়েছিল এস-৫০০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।