ভারতের ইতিহাসে ভয়াবহ যত ট্রেন দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৮৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮৫০ জনেরও বেশি। তথ্য বলছে, গতকাল শুক্রবারের এ দুর্ঘটনা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা।

ভারতের এমন ভয়াবহ কিছু ট্রেন দুর্ঘটনা তুলে ধরা হলো :

* ভারতের বিহার রাজ্যে ১৯৮১ সালের ৬ জুন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। বাগমতি সেতু পার হওয়ার সময় একটি ট্রেন নদীতে পড়ে যায়। এতে সাড়ে সাত শতাধিক মানুষের প্রাণ যায়।

* উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাছে দাঁড়িয়ে থাকা কালিন্দি এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা দেয় পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন। ১৯৯৫ সালের ২০ আগস্টের এই দুর্ঘটনায় সরকারি হিসাবে ৩০৫ জনের প্রাণহানি কথা বলা হয়েছিল।

* ১৯৯৮সালের ২৬ নভেম্বর পাঞ্জাবের খান্না এলাকায় গোল্ডেন টেম্পল মেইল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ অবস্থায় পেছন থেকে এসে ট্রেনটিকে ধাক্কা দেয় জম্মু তাবি–শিয়ালদহ এক্সপ্রেস ট্রেন। এই ঘটনায় নিহত হন ২১২ জন।

* পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের গাইসালে ১৯৯৯ সালের ২ আগস্ট অবধ আসাম এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকা ব্রহ্মপুত্র মেইল ট্রেনে সজোর ধাক্কা দেয়। এতে ২৮৫ জনের বেশি মানুষ প্রাণ হারান এবং আহত হন তিন শতাধিক মানুষ। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেকেই ছিলেন সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য।

* ২০১৬ সালের ২০ নভেম্বর উত্তর প্রদেশের পুখরায়ানে ইন্দোর–রাজেন্দ্রনগর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়। এতে প্রাণ হারান ১৫২ জন। আহত হন ২৬০ জন।

* ২০১০ সালের ২৮ মে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে মুম্বাইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পণব্যাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ১৪৮ যাত্রী।

* ২০০২ সালের ৯ সেপ্টেম্বর বিহার রাজ্যের রফিগঞ্জে ধাবে নদীর সেতুর ওপর রাজধানী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হন। তবে সন্ত্রাসীদের নাশকতায় এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ আছে।

* ১৯৬৪ সালের ২৩ ডিসেম্বর তামিলনাড়ুতে রামেশ্বরম ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাম্বান–ধানুস্কোদি যাত্রবাহী ট্রেন। এতে প্রাণ যায় ১২৬ জনের বেশি যাত্রীর।

অবাক হলেও সত্যি! প্যান্টের চেইন খুললে নোটিফিকেশন যাবে স্ত্রীর কাছে