স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস থেমে গেছে মাত্র ২৪০ রানে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কামিন্সের সিদ্ধান্তে অনেকে ভ্রূ কুঁচকালেও অজি বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট এনে দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছিলেন।
দলিও ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙে শুবমান গিল (৪) বিদায় নিলে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি হাল ধরার চেষ্টা করেন। তবে ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে রোহিত বিদায় নেন। খানিকের মধ্যেই শ্রেয়াস আইয়ারও ৪ রান করে ফেরেন সাজঘরে। এরপর কোহলিকে সঙ্গ দেন লোকেশ রাহুল।
রাহুলের মন্থর ইনিংসের সাথে কোহলির ঠাণ্ডা মেজাজের ব্যাটিংয়ে ভারত বিপর্যয় সামাল দেওয়ার স্বপ্ন দেখছিল। তবে অজি দলপতির দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ৫৪ রান করেন কোহলি, ৭৬৫ রান করে বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের মালিক হিসেবে মাথা উঁচু করে মাঠ ছাড়েন।
অর্ধশতক পান রাহুলও, তবে ছিলেন বেশ উচ্চাভিলাষী। ৬৬ রান করে বিদায় নেওয়ার আগে হাঁকান মাত্র একটি চার, মোকাবেলা করেন ১০৭ বল! রোহিতের তিন ছক্কা ছাড়া গোটা ইনিংসে আর কারও ছক্কা নেই। শেষদিকে সূর্যকুমার যাদবের ১৮ ও কূলদীপ যাদবের ১০ রানের ইনিংসে ২৪০ রানে থামে ভারত, নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে। অজিদের পক্ষে মিচেল স্টার্ক তিন্তি এবং জশ হ্যাজলউড ও কামিন্স দুটি করে উইকেট শিকার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।