জুমবাংলা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে তিস্তার উজানে খাল কেটে তিস্তার পানি সরিয়ে নেয়ার ঘটনা জানতে শিগগিরই দেশটিকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বলেন, ঘটনা সত্য হলে তা উদ্বেগজনক। পানি সমস্যার সমাধান না হলে প্রয়োজনে বাংলাদেশ জাতিসংঘে যাবে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে, ঘটনার সত্যতা যাচাই ও পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সেহেলি সাবরিন।
তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে গত বেশ কিছু বছর ধরে দেন-দরবার করছে বাংলাদেশ। তবে আলোচনায় এখনও কোন অগ্রগতি হয়নি। সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে খাল কেটে তিস্তার পানি সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে দেশটি। তবে এ খবর সত্য কীনা তা জানতে দেশটিকে শিগগিরই চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পানি নিয়ে একটি সেমিনার শেষে এ তথ্য জানান তিনি।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিনও সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, তিস্তার উজানে খাল কাটার বিষয়টি পর্যালোচনা করছে বাংলাদেশ।
মিয়ানমারের প্রতিনিধি দল চারশত’ রোহিঙ্গার সাক্ষাৎকার নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এ প্রক্রিয়ার পরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।