আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত বিমান কোম্পানি এয়ারবাসের জনপ্রিয় মডেল এ-২২০ এর দরজা এখন থেকে ভারতের বাজারে নির্মাণ করা হবে। আগামী বছর থেকে ভারত এয়ারবাসের সংশ্লিষ্ট মডেলের দরজা সরবরাহ করা শুরু করবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভারতের বেঙ্গালুরু প্রদেশের কোম্পানি ডায়নাম্যাটিক টেকনোলজিস্ট লিমিটেডের সঙ্গে এয়ারবাসের এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা ব্লুমবার্গ।
চুক্তিনুসারে, এখন থেকে ভারতীয় কোম্পানিটি এয়ারবাস এ-২২০ মডেলের যাত্রীবাহী, সেবামূলক ও কার্গো সব ধরণের বিমানের দরজা বানানোর দায়িত্ব পালন করবে।
এ ব্যাপারে ভারতের এয়ারবাসের প্রধান ক্রয় কর্মকর্তা থেইরি ক্লোউটেট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একটি এ-২২০ মডেলের এয়ারবাসে আটটি দরজা থাকে। ইমার্জেন্সি দরজা থেকে শুরু করে এ সবকটি দরজা আগামী বছর থেকে ভারত এয়ারবাসকে সরবরাহ করবে।
তবে ঠিক কত টাকার চুক্তি হয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। আগামী বছর কবে নাগাদ ভারত এয়ারবাসের দরজা সরবরাহ শুরু করবে এ প্রসঙ্গে ডায়নাম্যাটিকের প্রধান নির্বাহী উদায়ন্ত মালহোত্রা নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও জানিয়েছেন, ২০২৫ সালের শুরুর দিকেই এ কার্যক্রম শুরু হবে।
এয়ারবাসের ভারতীয় ইউনিটের প্রধান রেমি মেইলরাড জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে এয়ারবাসের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারিত হবে। বর্তমানে এয়ারবাসের ভারত কেন্দ্রিক বাণিজ্যের আকার ৭৫০ মিলিয়ন ডলার হলেও আগামী বছর তা বেড়ে দেড় বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
এই চুক্তি বিমান বাণিজ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নির্বাচনের আগে মোদির ‘মেইক ইন ইন্ডিয়া’ ক্যাম্পিং এ এই চুক্তি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছর টাটা কোম্পানির সঙ্গে কার্গো ও বাল্ক বিমান এ-৩২০ নিওর দরজা নির্মাণের চুক্তি করে এয়ারবাস। এছাড়া বর্তমানে ভারতে এয়ারবাসের সেনা বিমান সি-২৯৫ এবং হেলিকাপ্টার এইচ-১২৫ অ্যাসেম্বল করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।