আন্তর্জাতিক ডেস্ক : সারা বছরই ভারতীয় সেনার সেপা পদে নিয়োগ করা হয়। চাকরি পেতে ব়্যালিতে অংশ নেন লাখ লাখ যুবক। নির্বাচিত প্রার্থীরাই প্রশিক্ষণ থেকে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তবে সেনাবাহিনীতে জওয়ান থেকে জেনারেল পর্যন্ত প্রত্যেকেই কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং অন্যান্য সুবিধা পান। ভারতের বেতনে ১৮টি স্তর রয়েছে। এক এক অফিসারের সঙ্গে অন্যজনের পদমর্যাদা কতটা আলাদা সেটা বোঝাতেই বেতন ভিন্নতা হয়ে থাকে।
ভারতীয় সেনা ক্যাপ্টেন ও সেনার মেজর: এনারা ভাতা ছাড়াও বেতন পান আলাদা। বেতন বাবদ ৬১ হাজার ৩০০ টাকা থেকে ১ লক্ষ ৯৩ হাজার ৯০০ টাকা অবধি বেতন পেয়ে থাকেন তারা। আর মেজর পদমর্যাদা আধিকারিক তাদের বেতন স্তর অনেক বেশি। কোন রকম ভাতা ছাড়াও তারা ৬৯ হাজার ৪০০ টাকা থেকে ২ লাখ ৭২০০ টাকা পর্যন্ত বেতন পান।
লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল: আধিকারিকদের বেতন সাধারণত এক লক্ষ টাকার উপরে থাকে। ভাতা ছাড়াও তারা প্রতি মাসে ১ লক্ষ ২১ হাজার ২০০ টাকা থেকে ২ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত পান। ভারতীয় সেনায় যারা কর্নেল আছেন তারা প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার ৬০০ টাকা থেকে বেতন পান।
বিগ্রেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল: এনাদের মাসিক বেতন থাকে ১ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। তাদের সর্বোচ্চ বেতন হয় ২ লাখ ১৭ হাজার ৬০০ টাকা। মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিকদের বেতন শুরু হয় ১ লাখ ৪৪ হাজার ২০০ টাকা পর্যন্ত। তাদের সর্বোচ্চ বেতন হয়ে থাকে ২ লাখ ১৮ হাজার ২০০ টাকা।
ক্যামেরার সামনেই বদলে ফেললেন পোশাক, অঞ্জলী আরোরার বেডরুমের ভিডিও ভাইরাল
জেনারেল এইচএজি ও ভাইস চিপ অফ আর্মি: শীর্ষ পদমর্যাদার জেনারেল এইচএজি এর বেতন থাকে ২ লাখ ৫ হাজার ৪০০ থেকে ২ লাখ ২৪ হাজার ৪০০ টাকা পর্যন্ত। ভারতীয় সেনার ভাইস চিপ অফ আর্মি বেতন স্তর শুরু হয় ২ লাখ ২৫ হাজার ২০০ টাকা থেকে। ভারতের বর্তমান লেফটেন্যান্ট জেনারেল এমবি সুচিন্দ্র কুমার, যার বেতন প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা। ভারতীয় সেনার সেনাপ্রধান চিপ অফ আর্মি স্টাফ বেতন পান সবচেয়ে বেশি, প্রতিমাসে প্রায় ২.৫ লক্ষ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।