আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বর ও বাংলাদেশের গাজিপুরের কাপাসিয়া কনের বিয়ের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বর ও কনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে লাল রঙের পোষাক পরে নববধূকে জড়িয়ে ধরে নাচ করছিলেন।
শনিবার (২ মার্চ) রাতে তাদের বিয়ে হয়। বিয়ের পরদিন রবিবার (৩ মার্চ) বিকেলে সস্ত্রীক বিয়ের পোশাক পরে তারা আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন। এসময় বর ও কনে বিয়ের পোশাকে পাসপোর্ট নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেকপোস্ট অতিক্রম করেন। তাদের দাঁড়ানো ছবি ও আরও একটি ভিডিও নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার বিষ্ণু সুত্রধরের ছেলে বিবেক সূত্রধরের সাথে বাংলাদেশের গাজীপুরের কাপাসিয়া এলাকার গৌরাঙ্গ সূত্রধরের মেয়ে মনি সূত্রধরের বিয়ে হয়। শনিবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতার পর কুঞ্জবনে তাদের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রোববার বিকেলে বর ও কনে পোশাকে ভারতে প্রবেশের সময় বিষয়টি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়।
এ ব্যাপারে বর বিবেক সূত্রধর বলেন, আমাদের দুজনের চিন্তা ছিল যে, আমরা দুদেশের সাথে নিয়েই বিয়ে করব। সে অনুযায়ী গতকাল আমাদের বিয়ে হয়েছে। আর আমি নিজে বাংলাদেশ ভারতকে আলাদা করে দেখি না। আমি মনে করি আমরা একই দেশের মানুষ, মাঝখানে শুধু একটা তারকাঁটার একটি বেড়া। আর স্ত্রীকে কথা দিয়েছিলাম বউয়ের সাজে তাকে ভারতে প্রবেশ করাব। সেজন্যই আজকে বিয়ের পোশাকেই বর্ডার ক্রস করেছি।
তার নববধূ স্ত্রী মনিসূত্রধর জানান, তিনিও ভিশন আবেগাপ্লুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।