Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক এবং সাবেক প্রধানমন্ত্রী ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যকার শীতল সম্পর্ককে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।
বিশ্ব ক্রিকেটে মোড়লিপনার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দুষলেন। খবর ক্রিকেট পাকিস্তান ডটকমের।
ইমরান খান বলেন, বিসিসিআই তাদের পছন্দমতো টুর্নামেন্টের আয়োজন করে। যেসব দলের সঙ্গে খেললে তাদের বেশি অর্থ উপার্জন হয়, তারা সেসব দলকে খেলার জন্য আমন্ত্রণ জানায়।
তাদের এ আচরণ মোড়লিপনা ছাড়া কিছুই নয়। তারা তাদের টি-২০ লিগে পাকিস্তানের খেলোয়াড়দের নেয় না।
পাকিস্তানের পিএসএল এখন বিদেশি ক্রিকেটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।