স্পোর্টস ডেস্ক:জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের দলে ডাক পেয়েছেন ১৫০ কিলোমিটার গতিতে বল করা ভারতীয় তরুণ উমরান মালিক। এছাড়া আর্শদ্বীপ সিং দলে ডাক পেয়েছেন। দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফিরেছেন দিনেশ কার্তিক। তবে অধিনায়ক রোহিত শর্মা টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন।
এছাড়া টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলিও। তবে টেস্ট দলে আছেন তিনি। লাল বলের ক্রিকেটে ফেরানো হয়েছে শুভমন গিলকে। জায়গা ধরে রেখেছেন উইকেটরক্ষক শ্রীকর ভারত। চেতেশ্বর পূজারা দলে জায়গা ধরে রাখলেও বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে।
আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ খেলবে ভারত। ১ জুলাই এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে। ২০২১ সালের ছয় টেস্টের সিরিজের মধ্যে একটি টেস্ট বাকি ছিল। ওই সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে আছে। ওই ম্যাচের জন্যও দিয়েছে দল। তবে ওই সফরের ওয়ানডে সিরিজের দল দেওয়া হয়নি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-২০ দল: কেএল রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গাইকোয়াড়, ইশান কিশান, দিপক হুদা, শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কেটেশ আয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, ভুবনেশ্বর কুমার, হার্শেল প্যাটেল, আবেশ খান, আর্শাদ্বীপ সিং, উমরান মালিক।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দল: রোহিত শর্মা, কেএল রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হানুমা বিহারি, চেতেশ্বর পূজারা, ঋষভ পান্ত, শ্রীকর ভারত, রবিন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।