স্পোর্টস ডেস্ক : ধর্ষণের অভিযোগে ভারতের এক ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। শিবালিক শর্মা নামের এই ক্রিকেটার ঘরোয়া আসরে বারোদার হয়ে খেলেন। গতকাল সোমবার তাকে রাজস্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
যোধপুরের কুড়ী ভগতাসনী থানায় শিবালিকের নামে মামলা হয়েছিল। তদন্তের পর তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
শিবালিকের বিরুদ্ধে বিয়ের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বারোদায় পরিচয় হয়েছিল দুই জনের। তারপর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। দুই জনের পরিবারও তাদের সম্পর্কের কথা জানে।
অভিযোগকারির সঙ্গে শারীরিক সম্পর্ক হয় শিবালিকের। ২০২৪ সালের অগস্টে সেই নারী বারোদায় গিয়েছিলেন। সেই সময় শিবালিকের পরিবার জানায়, তারা ছেলের অন্য জায়গায় বিয়ের পাত্রী দেখছেন। এর পরই পুলিশে অভিযোগ জানান সেই নারী।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলেছেন শিবালিক। বাঁহাতি এই ব্যাটার ১০৮৭ রান করেছেন। ১৩টি লিস্ট এ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। বারোদার হয়ে শেষ ম্যাচ খেলেছেন জম্মু-কাশ্মীরের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।