আন্তর্জাতিক ডেস্ক : আমরা আজকাল এমন অনেক কিছু ব্যবহার করি যা বেশ অদ্ভুত লাগলেও কারণ খোঁজার চেষ্টা করিনা আমরা। আমাদের জিজ্ঞাসু মন যেন ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ছে। এই যেমন ধরুন ভারতীয় মুদ্রার নাম রুপি, কিন্তু গোটা বাংলায় এখনো টাকা বলা হয়।
কেন এমন নাম রয়েছে? বাংলাতে সবাই রুপিকে টাকা বলার আসল কারণ কি? আজ সেই খবর সম্পর্কেই জানাবো। দেশের অন্দরে নানা ভাষা রয়েছে। আর বিভিন্ন ভাষায় মুদ্রার নামও বিভিন্ন। তবে মুদ্রার ইতিহাসও বেশ অনন্য। এই যেমন ধরুন মুদ্রা আগে বিভিন্ন আকারের পাওয়া যেত, কিন্তু মুঘল আমলে সর্বপ্রথম গোলাকার মুদ্রা প্রচলিত হয়।
তবে এই টাকা কথাটিও রুপির মতোই সংস্কৃত থেকে এসেছে। সংস্কৃত শব্দ টঙ্কা, যার অর্থ দাঁড়ায় রৌপ্যমুদ্রা। সেখান থেকেই এই নামের প্রচলন। উড়িষ্যা এবং দুই বাংলা আর ত্রিপুরায় রুপিকে আজও টাকাই বলা হয়। কিন্তু বাকি কোথায় কি নাম রয়েছে সেটাও জানাচ্ছি।
ভারতের নোটে মোট ১৭টি ভাষায় মুদ্রার নাম লেখা রয়েছে। আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি …
ইংরেজি – Rupee (রুপি)
হিন্দি – रुपया (রুপায়া)
অসমীয়া – টকা
বাংলা – টাকা
গুজরাতি – રૂપિયો (রুপিয়ো)
কন্নড় – ರೂಪಾಯಿ (রুপাই)
কাশ্মীরি – روپے (রপ্যিহ্)
কোঙ্কণী – रुपया (রুপয়া)
মালয়ালম – രൂപ (রূপা)
মারাঠি – रुपये (রুপায়ে)
নেপালি – रुपियाँ (রুপিয়াঁ)
ওড়িয়া – ଟଙ୍କା (টঙ্কা)
পাঞ্জাবি – ਰੁਪਈਆ (রুপিয়া)
সংস্কৃত – रूप्यकम् (রুপ্যকম্)
তামিল – ரூபாய் (রুবাই)
তেলুগু – రూపాయి (রুপাই)
উর্দু – روپیہ (রূপয়া)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।