ভারতীয়দের কাজ দিচ্ছেন প্রতিভাধর পুরুষ জনি সিনস!

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বেশ পরিচিত একটি নাম জনি সিনস। নীল তারকা জনি সিনসকে নিয়ে রসিকতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে প র্নো গ্রাফির চেয়ে মিমেই বেশি জনপ্রিয় তিনি। সেই জনি সিনসের একটি টুইট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই টুইটের সৌজন্যে তিনি টুইটারে ট্রেন্ডিংও করেছেন।

জনি সিনস

নিজের একটি ইউটিউব চ্যানেল চালান জনি সিনস। সেই চ্যানেলের জন্য হিন্দিতে অনুবাদকের চাকরির জন্য আবেদন চেয়েছেন তিনি। টুইটারে লিখেছেন, ”ভারতীয়রা শুনন, ইউটিউব ভিডিওর অনুবাদের জন্য লোক চাই। ইমেল করুন।” পরে অবশ্য টুইটটি মুছে দেন তিনি।

জনি সিনসের

প্রসঙ্গত গতকাল ৩১ ডিসেম্বর জনি সিনসের জন্মদিন। গোটা বিশ্বজুড়েই ছড়িয়ে রয়েছে তার ভক্তরা। জনপ্রিয় পুরুষ পর্নস্টারও হয়েছেন তিনি।

জনি সিনসকে নিয়ে নানান মজার মিমের মধ্যে একটি অনেকের পছন্দ- কখনও ডাক্তার, কখনও ইঞ্জিনিয়ার, কখনও ডাক্তার। বিশ্বে জনি সিনস একমাত্র প্রতিভাধর পুরুষ।