আন্তর্জাতিক ডেস্ক : কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া শুরু নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশাবাদী। তবে কানাডায় ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা এ বিষয়ে খুব একটা আশাবাদী নন।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ভিসা দেওয়ার কাজ সম্ভব নয়। কারণ, পরিস্থিতি এখনও ঘোলাটে।
খালিস্তানি কট্টরবাদী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত থাকার সন্দেহ প্রকাশের সময় থেকেই কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা দেশে ফিরে এসেছেন। বন্ধ রয়েছে সে দেশে ভারতীয় হাইকমিশন ও কনস্যুলেটগুলো থেকে ভিসা দেওয়ার কাজ। ২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার কাজ বন্ধ রয়েছে। ভিসা দেওয়ার বিষয়টি যে সংস্থা তদারকি করে, সেই বিএলএস ইন্টারন্যাশনাল ওই দিন থেকে নোটিশ দিয়ে কাজ বন্ধ রেখেছে। তিন দিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছিলেন, তাঁর আশা, ভিসা চালু করার মতো পরিস্থিতি শিগগির শুরু করা যাবে। হাইকমিশনারের মন্তব্য অবশ্য মন্ত্রীর বিপরীত।
মঙ্গলবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভার্মা বলেছেন, কানাডায় ভারতীয় হাইকমিশন ও কনস্যুলেট অফিসগুলোর কাজকর্ম স্বাভাবিক করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কূটনৈতিকসহ অন্যান্য সব কাজ বন্ধ রয়েছে। কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার কাজ কবে থেকে শুরু করা যাবে, তা এখনও নিশ্চিত নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।