বিনোদন ডেস্ক : ফের একবার ‛ইন্ডিয়ান আইডল ১৩’ র মঞ্চে বিদীপ্তার গানে মন জুড়ালো বিচারকদের। ২০২০-২১ সিজেনের জি বাংলার সারেগামাপা র একজন ফাইনালিস্ট ছিলেন বিদীপ্তা। সোদপুরের মেয়ে বিদীপ্তা মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন। দিদিকে গান গাইতে দেখেই গানের প্রতি তার ভালোবাসা জন্মায়। এরপর ধীরে ধীরে গানের তালিম নিতে থাকে।
বর্তমানে তার গানের গলায় মুগ্ধ সকলেই। ১০ সেপ্টেম্বর থেকে সোনি টিভির পর্দায় শুরু হয়েছে ‛ইন্ডিয়ান আইডল ১৩’। আর সেই মঞ্চেরই প্রতিযোগী বিদীপ্তা। সম্প্রতি সোনি টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে দিওয়ালি এপিসোডে বিদীপ্তাকে ‛প্রেম রতন ধন পায়ো’ সিনেমার টাইটেল ট্র্যাক গাইতে শোনা যাচ্ছে।
প্রতিবারের মতো এবারেও বিচারকরা তার গানের প্রশংসা করতে গিয়ে রীতিমতো ভাষা হারিয়েছেন। হিমেশ রেশমিয়া তো বলেই ফেললেন ‛তুমি একজন কমপ্লিট পারফর্মমার। তুমি সত্যিই সুপারস্টার’। বিদীপ্তার গান শুনে নেহা কক্কর তো বিচারকের আসনে বসেই নাচা শুরু করে দিয়েছেন।
এমনকি বাদ যায়নি বাকি পারফরমাররাও। অবশেষে বিশাল দাদলানিকেও এই গানের তালে কোমর দোলাতে দেখা যায়। প্রত্যেকেই মুগ্ধ বিদীপ্তার গানে। আর সেটা বোঝা যাচ্ছে বিচারকদের উত্তেজনা দেখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।