স্পোর্টস ডেস্ক : ভারত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে – সে তো ক্রিকেটে বহুল চর্চিত একটা আলোচনা। এর কারণ হিসেবে সব সময়ই উঠে আসে অর্থযোগের প্রসঙ্গ, ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারতের দিক থেকেই আইসিসির আয়ের বড় অংশ আসে বলে প্রচার আছে। তবে এ নিয়েই এবার লেগে গেছে ভারতের এক টিভি শো সঞ্চালক আর পাকিস্তানের এক সাংবাদিকের মধ্যে।
পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান লিখেছে, এক লাইভ টিভি অনুষ্ঠানে ভারতের সাংবাদিক অর্নব গোস্বামী দাবি করেন, ভারত চাইলে পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিতে পারে। এর কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের সাংবাদিক হাফিজ ইমরান। তাঁর কথা, ভারতের যদি মনে হয় যে তাদের একার কারণেই ক্রিকেট ছড়িয়ে পড়ছে সেক্ষেত্রে ভারত বাকিদের চেয়ে আলাদা হয়ে শুধু নিজেদের মধ্যে খেলে দেখতে পারে।
আলোচনাটা হয়েছেও এমন এক প্রসঙ্গে আয়োজিত অনুষ্ঠানে যা নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলমান – চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। পাকিস্তানে আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি, কিন্তু ভারত তাদের দল পাকিস্তানে না পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকে টুর্নামেন্টটি নিয়ে শঙ্কা জেগেছে। ভারত চায় হাইব্রিড মডেলে টুর্নামেন্টটা আয়োজন করে তাদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে কোথাও নেওয়া হোক – যেমনটা করা হয়েছিল পাকিস্তানের আয়োজনে হয়ে যাওয়া ২০২৩ এশিয়া কাপে। তবে পাকিস্তান এবার আর কোনো হাইব্রিড মডেলে না যাওয়ার ধনুকভাঙা পণ করেছে।
এর মধ্যেই ‘ডিবেট অর্নব’ নামের টিভিতে লাইভ অনুষ্ঠানে ভারতের আলোচিত-সমালোচিত টিভি শো সঞ্চালক অর্নব গোস্বামী বলেন, ‘আমরাই ক্রিকেটের বস! আপনাদের বুঝতে হবে যে ভারতকে নিয়ন্ত্রণ করার মতো অর্থ আপনাদের নেই। যদি ভারতের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে পাকিস্তানের ক্রিকেটে তহবিলের সরবরাহ বন্ধ করে দেবেন, তাহলে আপনাদের পুরো (ক্রিকেট) সিস্টেমই ধসে যাবে। এই বাস্তবতা আপনাদের মেনে নিতেই হবে। আপনারা আমাদের সঙ্গে লড়াইয়ে নামতে চাচ্ছেন, কিন্তু আপনাদের সেই ক্ষমতা নেই!’
একে তো ভারত তাদের দল পাকিস্তানে না পাঠানো নিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সবাই বেশ বিরক্ত, তারওপর এমন পিত্তি জ্বালানোর মতো মন্তব্য! আর সহ্য হলো না অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানি সাংবাদিক হাফিজ ইমরানের। তাঁর চোখে অর্নব গোস্বামীর মন্তব্যের ভুলটা ধরিয়ে দিয়ে হাফিজ বলেন, ‘আপনারা (ক্রিকেটের) বস না! আমাদের দিকে তাকানো ছাড়া আপনাদের কোনো পথ নেই।’
সেখানেই থামেননি। পুরো ক্রিকেট বিশ্বের অর্থের নিয়ন্ত্রক ভারত – এই ধারণাটিই ভুল জানিয়ে হাফিজ বলেন, ‘আইসিসির তহবিল শুধু ভারত থেকেই আসে – আপনাদের এই ভাবনাটাই ভুল। ভারত যদি আইসিসির টাকা-পয়সার সবই জোগায়, তো সেই অর্থ কি ভারত বনাম ভারতের ম্যাচ থেকে আসে? না, ব্যাপারটা তেমন না। টাকাটা আসে পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং অন্য দেশগুলোর বিপক্ষে (ভারতের) ম্যাচ থেকে।’
এভাবে ভাবতে না চাইলে সেক্ষেত্রে ভারতকে আলাদা হয়ে নিজেদের মধ্যেই খেলার পরামর্শ দেন পাকিস্তানের এই সাংবাদিক, ‘আপনাদের যদি নিজেদের (ক্রিকেট) বাজার নিয়ে এতই গর্ব থাকে, তাহলে নিজেদের একটা দুনিয়া তৈরি করে নিন না! আলাদা হয়ে যান। ধরুন, আপনারা তখন ভারতের মধ্যেই সব ম্যাচ খেললেন, ভারত ‘এ’ বনাম মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মুম্বাই বা দিল্লি!’
গোস্বামী এ পর্যায়ে হাফিজের কথার মাঝে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ না দিয়ে হাফিজ বলতে থাকেন, ‘আপনারা যখন বাকি বিশ্বের সব দলের সঙ্গে খেলেন, সব ক্রিকেট বোর্ডই ওই অর্থের ভাগিদার। এই বৈশ্বিক সমঝোতার কারণেই আপনাদের ক্রিকেট শিল্প চলে! ভারতের মিডিয়া মানুষকে ভুল বোঝায় এই বলে যে তারাই সব টাকা-পয়সা জোগায়! ব্যাপারটা টাকা-পয়সার জোগানোর নয়, এটা একটা ব্যবসায়িক অংশীদারত্ব!’
ক্রিকেটের ব্যবসায়িক দিকটার দিকে ইঙ্গিত করে হাফিজ বলেন, ‘যেকোনো ব্যবসায়ীর কাছে যান, জিজ্ঞেস করুন তারা একা একা ব্যবসা করে টাকা কামাই করতে পারবে কি না। সমস্যাটা এখানে কী জানেন, আপনারা এই সত্যিটা শুনতেই রাজি নন!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।