সুয়েব রানা, সিলেট : ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের আরেক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তের ওপারে (ভারতের ভেতরে) তার গুলিবিদ্ধ লাশ পড়ে আছে বলে জানা গেছে।
শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬১ হতে আনুমানিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে ভারতীয় খাসিয়ার গুলিতে সবুজ মিয়া (২২) নামের এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে।
নিহত সবুজ মিয়া তিনি উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন।
দমদমিয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বলেন, রাত ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।
বাজার কাঁপাতে আসছে দুর্দান্ত ক্যামেরার সঙ্গে AI ফিচার নিয়ে OPPO Reno 12 সিরিজ
এ বিষয়ে অধিনায়ক ৪৮ বিজিবি ভারতীয় ০৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্টের সাথে কথা বলেন এবং জোরালো প্রতিবাদ জানান। একইসাথে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্যও বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।