জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।
এর আগে সকালে ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
৩১ বিজিবির অধিনায়ক জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের বারমারী বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ওই বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৪ বোতল মদ জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জব্দ করা এসব মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।