ভারতীয় সিনেমায় নতুন চমক

রুকাইয়া জাহান চমক

বিনোদন ডেস্ক : ছোট পর্দার এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিরি। একটি ওয়েব সিরিজে কাজ করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।
প্রথমবারের মতো ভারতীয় সিনেমায় অভিনয় করছেন চমক।

রুকাইয়া জাহান চমক

সিনেমার নাম ‘ঘুম বারান্দা’। বিশ্ব রায় পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। দুই দেশের বাঙালির আত্মিক সম্পর্ককে উপজীব্য করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে এক তারকা অভিনেতার স্ত্রীর চরিত্রে পাওয়া যাবে তাকে।

ঢাকা ও কলকাতার বাঙালিদের আত্মিক সম্পর্ককেই প্রাধান্য দেওয়া হচ্ছে সিনেমাটিতে। গত বছর এপ্রিলে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দৃশ্য ধারণ করা হয়েছে। ইতিমধ্যে সিনেমার ৪০ ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে; ঢাকা ও কলকাতার বাইরে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রেও দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘ঘুম বারান্দা’ সিনেমায় চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বিশ্ব রায়; পরিচালনায় তার সঙ্গে আরেক ভারতীয় পরিচালকের যুক্ত হওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে আরও আছেন আতাউর রহমান, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। ২০২৪ সালে সিনেমাটি মুক্তি পাবে।

বিচ্ছেদের পর কেমন আছেন, জানালেন নুসরাত ফারিয়া

এর আগে সরকারি অনুদানে নির্মিতব্য পরিচালক খ ম খুরশীদের ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমায় নাম লিখিয়েছেন চমক, ‘ঘুম বারান্দা’ তার দ্বিতীয় সিনেমা। এর বাইরে আগামী ঈদে বেশ কয়েকটি টিভি নাটকে দেখা যাবে তাকে।