আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি চক্র এবং পাকিস্তানের সুফি মালিক তাদের সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেছেন। উভয়েই থাকেন আমেরিকায়। সপ্তাহান্তে এই সমকামী যুগলের বিয়ে হবার কথা ছিল। দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রাণবন্ত উদযাপনের জন্য ২০১৯ সালে ভাইরাল হওয়া এই যুগল, ইনস্টাগ্রামে তাদের বিচ্ছেদের খবর ভাগ করেছেন। কারণ হিসাবে সুফির পক্ষ থেকে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন অঞ্জলি। দেশ -সীমানার গন্ডি অতিক্রম করে অঞ্জলি এবং সুফির যাত্রা শুরু হয়েছিল পাঁচ বছর আগে, তারা সাংস্কৃতিক নিয়মের তোয়াক্কা না করে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন। বিচ্ছেদের এক বছর আগে তার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল, যা একটি রূপকথার গল্পের চেয়ে কোনো অংশে কম ছিল না।
সুফি নিউ ইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিং-এ অঞ্জলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, এই রঙিন মুহূর্তটি তারা আনন্দের সাথে তাদের অনুগামীদের সাথে একটি ভিডিও পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলেন। কিন্তু সুখের স্বপ্নটি হঠাৎ ভেঙে যায় যখন সুফি তাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে অঞ্জলির সাথে প্রতারণার কথা স্বীকার করে। সুফি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে আমি তার (অঞ্জলি) সাথে প্রতারণা করে ভুল করেছি। আমি তাকে ভীষণভাবে আঘাত করেছি।আমি আমার ভুল স্বীকার করছি।
অঞ্জলিও তার মনের কথা শেয়ার করে লিখেছেন, এটি আমার কাছে বিশাল একটি ধাক্কা। এরপর থেকে আমাদের চলার পথ বদলে যাচ্ছে। আমরা আমাদের বিবাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং সুফির বিশ্বাসঘাতকতার কারণে আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।
মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম-হিন্দু সমকামী যুগল সুফি মালিক এবং অঞ্জলি চক্র, ২০১৯ সালে তাদের রোম্যান্টিক ফটোশুটের জন্য ভাইরাল হয়েছিলেন। যা ঝড় তুলেছিল দুই দেশের সোশ্যাল মিডিয়ায়। দুজনের ধর্ম আলাদা, দেশ আলাদা, সে-সব বাধা হয়ে দাঁড়ায়নি এই সমকামী যুগলের প্রেমে। আজীবন পরস্পরের হাত ধরার কথা বলেছিলেন দুজনে। কিন্তু পাঁচ বছরেই ফুরালো প্রেম!
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।