ভারতীয় প্রেমিকের কাছে যেতে যে কাণ্ড ঘটাল পাকিস্তানি কিশোরী

ভারতীয় প্রেমিক-পাকিস্তানি প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের টানে ঘর ছাড়া, সমুদ্র পাড়ি দেওয়া কিংবা সীমান্ত কাঁটাতার ডিঙিয়ে অন্য দেশে ছোটা বেশ পুরনো রীতি। অনেকেই হরহামেশা এমনটা করে থাকেন।

ভারতীয় প্রেমিক-পাকিস্তানি প্রেমিকা

পাকিস্তানি কিশোরী ইকরা জাভানিও করলেন তেমন কিছু। চির বৈরি ভারতের প্রেমিকের কাছে যেতে তিনি পাড়ি দিলেন তেরো নদী, সাত সমুদ্দুর।

গত মাসে ইকরাকে ভারতের ব্যাঙ্গালুরু থেকে উদ্ধার করা হয়। বর্তমানে ভিসা ছাড়া ভারতে প্রবেশের দায়ে কারা ভোগ করেছেন এই কিশোরী। গত রবিবার তাকে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়।

হিন্দু যুবক মুলায়লাম সিং যাদবের সাথে কিছুুদিন সংসারও করেছেন ইকরা। ওই কিশোরীর চাচা জানিয়েছেন, মুলায়লামের কাছে ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য নিজের গহনা বিক্রি করেছে। বন্ধুদের কাছ থেকে অর্থ ধার করে কিনেছে দুবাইর বিমান টিকেট। সেখান থেকে গেছে নেপালের কাঠমান্ডু। তারপর সে ভারতে প্রবেশ করেছে।

অনলাইনে পরিচয়, এরপর প্রেম, তারপর কয়েক মাস আগে নেপালে গিয়ে বিয়ে করে ইকরা ও মুলায়লাম।

গত বছরের (২০২২) সেপ্টেম্বরে হঠাৎ কলেজে যাওয়ার পর নিখোঁজ হয় ইকরা। এরপর সে নানা পথ ঘুরে ভারতে যায় এবং ২৬ বছর বয়সী মুলায়লাম সিংয়ের সাথে সংসার শুরু করে।

বর্তমানে পরিবারের কাছে রয়েছে ওই পাকিস্তানি কিশোরী। অল্প বয়সে তার ঘটানো এমন কাণ্ডে রীতিমতো হতবাক হয়েছেন অনেকে।

সূত্র: এনডিটিভি