বিনোদন ডেস্ক : রেল আর বলিউডের সম্পর্ক বহু পুরনো। ‘মেরে স্বপ্ন কি রানি কভ আয়েগি তু?’ থেকে ‘ছাইয়া ছাইয়া’—বলিউডের এমন কত জনপ্রিয় গান, দৃশ্যের অবতারণা হয়েছে রেলস্টেশনে তার ইয়ত্তা নেই। ‘দ্য বার্নিং ট্রেন’-এর মতো সিনেমা তৈরি হয়েছে ট্রেনেই, প্রায় পুরো সিনেমাই ট্রেনে শুট করা হয়েছে। হিল স্টেশন কিংবা মুম্বাইয়ের টার্মিনাসগুলোয় নিয়মিতভাবেই সিনেমার শুটিং হয়। অনেক রেলস্টেশনের চেহারাও দর্শকদের পরিচিত। ২০২১-২২ সালে ভারতের সেন্ট্রাল রেলওয়ে সিনেমার শুটিং বাবদ আয় করেছে রেকর্ড পরিমাণ অর্থ।
উল্লিখিত অর্থবর্ষে সেন্ট্রাল রেলওয়ে সিনেমার শুটিং থেকে পেয়েছে ২ দশমিক ৪৮ কোটি রুপি। এর মধ্যে ১ দশমিক ২৭ কোটি রুপি আয় হয়েছে একটি ছবি থেকে। এ ছবির নাম টু ব্রাইডস। ছবিটির পরিচালক আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও।
ছবির অন্যতম প্রযোজক অমিত কুলকার্নি এক ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ছবিটির অধিকাংশ শুটিংই হয়েছে রেল চত্বরে। সব মিলিয়ে ৪৮-৫০ দিন শুট করা হয়েছে। এর মধ্যে ২৪ দিনই শুটিং হয়েছে রেলস্টেশনে।’ শুটিং হয়েছে ইয়েওলা রেলস্টেশনে। নাসিক শহর থেকে ১০০ কিমি দূরে অবস্থিত এ স্টেশনে এর আগে কোনো ছবির শুটিং হয়নি। ছবিটি নিয়ে কিরণ রাও বেশ আশাবাদী। এ ছবির অন্যতম প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান।
আদারকি স্টেশনে বিশেষ ট্রেনে আরেকটি সিনেমার শুটিং হয়েছে নয়দিন। এতে সেন্ট্রাল রেলওয়ে আয় করেছে প্রায় ৬৬ লাখ রুপি।
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস বলিউডের সবচেয়ে জনপ্রিয় রেল শুটিং স্পট। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রেলওয়ে স্টেশন।
এর আগে ভারতের সেন্ট্রাল রেলওয়ে চলচ্চিত্রের শুটিং থেকে সর্বোচ্চ আয় করেছিল ২০১৩-১৪ অর্থবর্ষে, সেবার তারা পেয়েছিল ১ দশমিক ৭৩ কোটি রুপি।
সেন্ট্রাল রেলওয়ের একজন কর্মকর্তা বলেছেন, অনেক বক্স অফিস হিট সিনেমার শুটিং ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে হয়েছে, যার মধ্যে আছে স্লামডগ মিলিয়নেয়ার, কামিনে, রব নে বানা দি জোড়ি, রা-ওয়ান, রাবন, প্রেম রতন ধন পায়ো, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দাবাঙ প্রভৃতি।
সূত্র: ইকোনমিক টাইমস
রণবীরের জন্মদিনে অল্পবয়সের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন শচীন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।