আন্তর্জাতিক ডেস্ক : মন্দার বৃত্ত ভেঙ্গে বের হয়ে এসেছে ভারতে পুঁজিবাজার। আজ নিয়ে টানা তিনদিন বেড়েছে এই বাজারের সব মূল্যসূচক। বেড়েছে বাজারমূলধন।
গত তিন দিনে ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ২৩০১ দশমিক ৭৬ পয়েন্ট বা ৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়েছে। এই সময়ে বিনিয়োগকারীদের সম্মিলিত সম্পদ তথা বিএসই’র বাজারমূলধন বেড়েছে ৯ লাখ ৩ হাজার ৫৭৪ কোটি রুপি। শনিবার দিন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূরধন দাঁড়িয়েছে ২ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার কোটি রুপি।-খবর বিজনেস স্ট্যান্ডার্ডের
তিন কারণে ভারতের পুঁজিবাজার ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছে দেশটিরঅন্যতম শীর্ষ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মতিলাল অসওয়াল ফিন্যানিয়াল সার্ভিসেসের হেড অব রিসার্চ সিদ্ধার্থ খেমকা। তার মতে, বিশ্ববাজারে পণ্যমূল্যের নিম্নমুখী ধারা, দেশের বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ভাল মুনাফা ও বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ কমে আসায় বাজার উর্ধমুখী ধারায় ফিরেছে।
এদিকে আজ শনিবার (২৯ জুলাই) এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ৭১২ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৫৭০ পয়েন্টে উঠেছে। অন্যদিকে দেশটির অপর পুঁজিবাজার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এর প্রধান মূল্যসূচক নিফটি ৫০ আজ ২২৯ পয়েন্ট বা ১ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ১৭ হাজার ১৫০ পয়েন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।