বিনোদন ডেস্ক : তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ একটু বেশিই থাকে। ২০২২ সালে ভারতের বেশ কয়েকজন তারকা অভিনেতা-অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। নানা কারণে তাদের বিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এমন কিছু বিয়ের খবর নিয়ে এই প্রতিবেদন।
আলিয়া-রণবীরের বিয়ে
বলিউডের আলোচিত প্রেমিক জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়ে যায় বলেও গুঞ্জন চাউর হয়। সব বাধা কাটিয়ে চলতি বছরের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় দুই পরিবারের সদস্য ও তারকা জুটির ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
ফারহান-শিবানির অভিনব বিয়ে
২০১৭ সালে বলিউড অভিনেতা-নির্মাতা ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি ডাণ্ডেকরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। এরপর অনেকবার তাদের বিয়ের গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি খান্ডালার বাড়িতে বসেছিল তাদের বিয়ের আসর। এদিন পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন এই যুগল। তবে কোনো ধর্মীয় রীতি মেনে বিয়ে করেননি ফারহান-শিবানি; বরং পরস্পরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনে পা রাখেন তারা। আর এই শপথবাক্যগুলো তারা নিজেরাই লেখেন। অভিনব রীতিতে বিয়ে করে আলোচনায় উঠে আসেন ফারহান-শিবানি।
নয়নতারার প্রেম পূর্ণতা পায়
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে প্রেমের সম্পর্কে জড়ান তারা। তারপর থেকে চুটিয়ে প্রেম করছিলেন এই যুগল। লুকোচুরি প্রেম-বিয়ে নিয়ে বহুবার খবরের শিরোনাম হন নয়নতারা-বিগনেশ। চলতি বছরের ৯ জুন তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাশ হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। এর মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছরের প্রেম পরিণয় পায়। শোবিজ অঙ্গনের অনেক তারকাই বিয়েতে যোগ দেন। আলোচিত এই বিয়েতে আমন্ত্রিত অতিথি ছাড়া অন্য কারো প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ছিল।
প্রেমিককে বিয়ে করেন মৌনি
দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ার সঙ্গে অনেকদিন ধরে বলিউড অভিনেত্রী মৌনি রায়ের প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছিল। করোনা মহামারির সময় দুবাই আটকা পড়েছিলেন এই অভিনেত্রী। সেই সময় পেশায় ব্যাংকার সুরাজের সঙ্গে তার বেশ ভালো সময় কেটেছে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। চলতি বছরের ২৭ জানুয়ারি প্রেমিক সুরাজ নাম্বিয়ারের সঙ্গে মৌনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রিচা চাড্ডা-আলী ফজলের বিয়ে
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন বলিউডের তারকা যুগল আলী ফজল ও রিচা চাড্ডা। ‘ফুকরি’ সিনেমার সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু। যদিও তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ পায় ২০১৭ সালে। ২০২০ সালের শুরুতে তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়। করোনা সংকটের কারণে একাধিকবার তাদের বিয়ের দিন-তারিখ পিছিয়েছে। তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ৬ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। পাঞ্জাবি ও লখনৌয়ের সংস্কৃতি মেনে বিয়ের সকল আয়োজন করা হয়। তাই সবকিছুতেই এর ছোঁয়া দেখা গেছে। বিয়ের আগে দেশের একাধিক শহরে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ের সংবর্ধনা।
জনপ্রিয় গায়ক-গায়িকার বিয়ে
বলিউডের তারকা সংগীতশিল্পী পলক মুচ্ছাল ও সুরকার, সংগীত পরিচালক, গায়ক মিঠুন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর চলতি বছরে বিয়ে করেন এই প্রেমিক যুগল। গত ৬ নভেম্বর মুম্বাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। ‘আশিকি টু’ সিনেমার ‘তুম হি হো’, ‘মেরি আশিকি’ ও ‘চাহুন মে ইয়া না’ শিরোনামের গানের কণ্ঠশিল্পী ও পেছনের কারিগর তারা।
বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা গৌতম কার্তিক ও অভিনেত্রী মনজিমা মোহন। ২০১৯ সালে ‘দেবরতম’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে পরস্পরের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। গৌতমের খারাপ সময়ে পাশে থেকেছেন মনজিমা। বন্ধুত্বের এক বছর পর মনজিমাকে প্রেমের প্রস্তাব দেন গৌতম। কয়েক দিন সময় নিয়ে গৌতমের ডাকে সাড়া দেন মনজিমা। তারপর চুটিয়ে প্রেম করেন তারা। চলতি বছরের ২৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই প্রেমিক যুগল। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
প্রেমিকের সঙ্গে ঘর বাঁধেন হংসিকা
হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতওয়ানি। ছোট্ট সেই টিনা চলতি বছরে সংসার পেতেছেন। গত ৪ ডিসেম্বর দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেন তিনি। জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাদের ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যামেরার সামনেই পোশাক পরিবর্তন করলেন পিলু ধারাবাহিকের নায়িকা
ব্যবসায়ীর গলায় মালা পরান কারিশমা
ভারতীয় সিনেমার অভিনেত্রী কারিশমা তান্না চলতি বছরে সাতপাকে বাঁধা পড়েছেন। গত ৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় কারিশমা-বরুণের। আর প্রথম দর্শনেই তারা একে অপরকে দারুণ পছন্দ করেন। তারপর থেকেই কারিশমা ও বাঙ্গেরার প্রেমের গাড়ি চলতে শুরু করে। প্রায় দেড় বছর প্রেম করে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন এই দম্পতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।