আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড পারসনের’ তালিকায় ভারতীয় এক তরুণীর নাম উঠে এসেছে। ৪ বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহর থেকে নিঁখোজ হন ময়ুশি ভাগত (২৯) নামের ওই তরুণী। তাকে খুঁজতে এখন হন্যে হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
এদিকে, ময়ুশিকে ধরিয়ে দিলে বা তার সম্পর্কে তথ্য জানাতে পারলে তাকে ১০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকা) দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জানা যায়, কয়েক বছর আগে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ময়ুশি ভাগত। ২০১৯ সালের ১৯ এপ্রিল নিউ জার্সি শহর থেকে নিঁখোজ হন তিনি। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি রঙিন পাজামা ও কালো টি-শার্ট পরে ছিলেন।
২০১৯ এর ১ মে ময়ুশির পরিবার নিউ জার্সি সিটি পুলিশ ডিপার্টমেন্টে একটি অভিযোগ করে। এরপর সাড়ে চার বছর কেটে গেলেও ওই ছাত্রীকে খুঁজে পাওয়া যায়নি ও তার নিখোঁজ হওয়ার রহস্যও উদঘাটন করা সম্ভব হয়নি।
সম্প্রতি সেই তদন্তের দায়িত্ব নিয়েছে এফবিআই। এ ব্যাপারে জার্সি সিটি পুলিশের সাহায্য নেয়ার পাশাপাশি জনগণেরও সাহায্য চেয়েছে গোয়েন্দা সংস্থাটি। গত জুলাইয়ে ময়ুশির নাম নিজেদের নিখোঁজ তালিকায় যুক্ত করেছে এফবিআই। সম্প্রতি তাদের ‘মোস্ট ওয়ান্টেড’ পেজে ওই তরুণীর ছবি পোস্ট করে সাধারণ মানুষের সাহায্য ও খুঁজে দিতে পারলে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে তারা।
পুলিশ রেকর্ড বলছে, ‘১৯৯৪ সালে ভারতেই জন্ম ময়ুশি ভগতের। ২০১৬ সালে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। ভর্তি হন নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজিতে।’
ময়ুশি ভাগতের গায়ের রং শ্যামলা। উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি, যা সাধারণ ভারতীয় মেয়েদের তুলনায় বেশ খানিকটা বেশি। তার চোখের মণি বাদামি ও চুল রঙ কালো। ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায় কথা বলতে পারেন তিনি।
এদিকে, চার বছর পরে কেন তার নাম এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড পেজে উঠল। আর কেনই বা ভারতীয় ছাত্রীকে নিয়ে এত দিন পর এফবিআইয়ের এমন তৎপরতা, তা নিয়ে ক্রমেই রহস্য বৃদ্ধি পাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।