জুমবাংলা ডেস্ক : প্রেমের টানে বাংলাদেশী যুবক আহসান বিশ্বাসকে (২২) ভালোবেসে আয়েশা মণ্ডল (১৬) নামে এক ভারতীয় তরুণী অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরের পর আয়েশা মণ্ডল চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
আয়েশা মণ্ডল ভারতের নদীয়া জেলার ভীমনগর থানার হুদাপাড়া গ্রামের জয়নাল মণ্ডলের মেয়ে এবং আহসান বিশ্বাস দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মো: জহিরুল বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় তরুণী আয়েশা মণ্ডলের সাথে আহসান বিশ্বাসের পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমে রূপ নেয়। আজ রোববার দুপুরের পর ওই তরুণী বিয়ে করার জন্য আয়েশা মণ্ডল চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে চলে আসেন। এ সময় আহসান বিশ্বাস বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। পরে এলাকাবাসী বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দিলে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আয়েশা মণ্ডলকে আটক করে।
ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশিদ জানান, ‘ভারতীয় ওই তরুণীকে বিজিবি ও বিএসএফের মাধ্যমে পতাকা বৈঠকের পর তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।