আন্তর্জাতিক ডেস্ক : বিমান উড্ডয়নের কিছুক্ষণ আগে মোবাইল ফোনে বিমান ‘ছিনতাইয়ের পরিকল্পনা’ করছিলেন এক যাত্রী। এসময় বিমানে কর্মরত এক ক্রু সদস্যসহ অন্য যাত্রীরা তা শুনতে পান। পরে সতর্ক করা হয় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। এসময় যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শুক্রবার ২৩ জুন এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ওই বিমানযাত্রীর নাম রিতেশ জুনেজা, বয়স ২৭ বছর। ক্রু সদস্যের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুনেজা একজন মানসিক রোগী। ২০২১ সাল থেকে চিকিৎসা চলছে তার।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভিস্তারা সংস্থার বিমানটি মুম্বাই থেকে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় এক কেবিন ক্রু শুনতে পান একজন বিমানযাত্রী ফোনে হিন্দিতে বলছেন, ‘আহমেদাবাদের একটি ফ্লাইটে চড়ব। আপনি যদি কোনো অসুবিধার সম্মুখীন হন, তাহলে আমাকে কল করুন। ছিনতাইয়ের জন্য সমস্ত পরিকল্পনা করা হয়েছে। চিন্তা করবেন না। কারণ, সেখানে প্রবেশাধিকার রয়েছে।’
একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘ফ্লাইটটি সন্ধ্যা ৭টার দিকে দিল্লির উদ্দেশে যাত্রা করার আগে ঘটনাটি ঘটে। তখন সকল যাত্রী তাদের আসন গ্রহণ করছিলেন এবং কেবিন ক্রু সদস্যরা তাদের কাজে নিযুক্ত ছিলেন। ঠিক এমন সময় ওই যাত্রী মোবাইলে কথা বলেন।’
ফোনে বিমানযাত্রীর এই কথা শুনে বিমানের ক্রু সদস্যরা ছাড়াও যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমান থেকে নামার জন্য উঠে দাঁড়ান। এই সময় বিমানের একজন ক্রু নিরাত্তার দায়িত্বে থাকা কর্মীদের ডেকে পাঠান। সাথে সাথে অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দরের নিরাত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হাতে হস্তান্তর করা হয়। পরে ওই যাত্রীকে তুলে দেওয়া হয় মুম্বই পুলিশের হাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।