বিনোদন ডেস্ক : নির্মাণের মতো প্রথাবিরোধী বিষয়েও বেশ সরব বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। আর এবার যেন ভারতীয়দের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই পরিচালক।
অনুরাগ কশ্যপের কথায়, ২০২৩ সালে দাঁড়িয়েও সেক্স বা যৌনতা সম্পর্কে খোলাখুলি কথা বলাটা সহজভাবে মানতে পারেন না ভারতীয়রা। তাদের আচরণটা হিপোক্রেটের মতো বলেও মনে করেন এই নির্মাতা।
তিনি বলেন, ‘‘লোকজন ‘চণ্ডীগড় করে আশিকি’ দেখেননি। কারণ তাঁরা ছবিটা নিয়ে অস্বস্তিবোধ করেছেন। ওটা একটা দুর্দান্ত ছবি, বাণী কাপুরের পারফরমেন্স আমায় মুগ্ধ করেছেন। কিন্তু লোকের অস্বস্তি হয়েছে, ‘মনমরজিয়া’র (অনুরাগ পরিচালিত ছবি) শুরুর দৃশ্যেও। কিছু লোকে আমাকে বলেছিলেন—ছেলে-মেয়ে এক ঘরে ধরা পড়ল, তারপর মেয়েটির ভাই ছেলেটিকে দরজা দেখাল। আসলে ‘সেক্স’ শব্দটা আমাদের কাছে খুব লজ্জাজনক একটা শব্দ। সেটা নিয়ে কথা বলাটা আমরা এড়িয়ে চলি। সেক্স হলো তিন বর্ণের একটা শব্দ যা লোকজনের কাছে খুব অবমাননাকর।’’
বিতর্ক আর অনুরাগ কাশ্যপ, একে অপরের পরিপূরক। বলিউডের অন্যতম ঠোঁটকাটা এই ব্যক্তিত্বর একাধিক ছবি সেন্সরের কোপে পড়েছে। কিন্তু তিনি ভাঙবেন তবু মচকাবেন না। আপতত ‘হাড্ডি’র প্রচারে ব্যস্ত অনুরাগ।
তবে পরিচালনা নয়, এই ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ। নওয়াজউদ্দিন সিদ্দিকিকে দেখা যাবে দ্বৈত চরিত্রে; যার একটি চরিত্র রূপান্তরকামীর।
হিন্দুস্তান টাইমস এই পরিচালকের একটি সাক্ষাৎকার থেকে প্রতিবেদন তৈরি করেছে।
সেখানে অনুরাগ বলেন, ‘‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ বলে একটি ছবি আসছে, আমার খুব ভালো লাগছে ছবির প্রচার কৌশল, পোস্টার। লোকে সেই ছবি নিশ্চিতভাবে দেখতে যাবে, তবে একা যাবে… আসলে আমরা জিনগতভাবে হিপোক্রিট এবং আমরা সেই হিপোক্রিটই রয়ে যাব।’’
পরিচালক অনুরাগের পরবর্তী ছবি হতে চলেছে ‘কেনেডি’। অভিনয় করেছেন রাহুল ভাট ও সানি লিওন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।